এড: হোসনে আরা লুৎফা ডালিয়া

সভাপতি, গভর্ণিংবডি

মাহিগঞ্জ কলেজ, রংপুর।

সভাপতির বাণী

রংপুরের আদি শহর মাহিগঞ্জ। ইতিহাস-ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে মাহিগঞ্জের সুনাম অতীত থেকেই। শতাব্দীর পর শতাব্দী  নানা আন্দোলন-সংগ্রামের লীলাক্ষেত্র ছিল মাহিগঞ্জ অঞ্চল। 

এ মাহিগঞ্জেই শিক্ষার আলো বিস্তারে প্রতিষ্ঠিত হয়েছে মাহিগঞ্জ কলেজ। আমরা জানি শিক্ষার আলো ছাড়া দূর হয় না মনের গহীন আঁধার। জ্ঞানময়, কর্তব্যনিষ্ঠ, দক্ষ ব্যক্তিত্ব গড়তে শিক্ষার বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া জীবনের সংকট মোচন, কল্যাণী চেতনা জাগ্রত করা সহজ নয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার যথাযথ আলো ছড়িয়ে জ্ঞানদীপ্ত প্রজন্ম গড়ে তুলতে অনবদ্য অবদান রাখছে মাহিগঞ্জ কলেজ । মেধা ও মননের বিকাশে এ প্রতিষ্ঠানের ইতিবাচক অর্জন প্রশংসাধন্য। উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতক (সম্মান) শ্রেণিগুলো নিয়েই এ কলেজের পূর্ণতা। 

বর্তমান সময়  বিজ্ঞান ও প্রযুক্তির। সে বিবেচনায় জ্ঞান ও বিজ্ঞানভিত্তিক আধুনিক চিন্তা-চেতনা বিকাশে, নৈতিকতাবোধে উদ্ভাসিত তারুণ্য গড়তে বলিষ্ঠ অবদান রেখে চলেছে মাহিগঞ্জ কলেজ। কলেজের শিক্ষার্থীরা মনোযোগী, শিক্ষার্জনে বিশেষ আগ্রহী। তাদের প্রতিভা বিকাশে, মেধা শানিত করতে অভিজ্ঞ শিক্ষকগণ নিরলস প্রয়াসী। কলেজের পরীক্ষার পরিবেশ প্রশংসিত, সামগ্রীক পরিবেশ দৃষ্টিনন্দন। বিভিন্ন পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের সাফল্য আশাব্যঞ্জক। শিক্ষার যথাযথ পরিবেশ বজায় রাখতে ছাত্র-শিক্ষক, শিক্ষা প্রশাসন, শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়, কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কর্মচারীসহ সবার আন্তরিক প্রয়াস স্বস্তিদায়ক। সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা, সেমিনার-সেম্পজিয়ামসহ গঠনমূলক আয়োজনের ধারা শিক্ষার্থীদের মানস গঠনে রাখছে ইতিবাচক ভূমিকা।

এ কলেজের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, মানব কল্যাণে নিবেদিত হবে, দেশপ্রেমিক হবে, সৎ ও প্রত্যয়ী হবে এমন আশায় সবার কুশল কামনা করছি।

কলেজ ফেসবুক পেজ

জরুরী হটলাইন সমূহ :

***মাহিগঞ্জ কলেজ, রংপুর-এ চলতি সেশনে ১১ বিষয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি চলছে ***        যোগাযোগ : ***মেইল : mahigonjcollege@gmail.com***   ***মোবাইল : 01718212515***