মোঃ আখতারুজ্জামান সাজু

অধ্যক্ষ

মাহিগঞ্জ কলেজ, রংপুর।

অধ্যক্ষের বাণী

সুনামের সঞ্চয় বাড়িয়ে অগ্রগামী মাহিগঞ্জ কলেজ। রংপুর সিটি কর্পোরেশনের প্রাচীনতম বেসরকারি কলেজ এটি। শিক্ষার আলো বিস্তারের লক্ষ্য নিয়ে মাহিগঞ্জ কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৭০ খ্রিস্টাব্দে। শুরু থেকেই সাফল্যের সাথে সার্বিক কার্যক্রম অব্যাহত রেখেছে এ প্রতিষ্ঠান। কলেজটি এইচএসসি থেকে ডিগ্রি স্তরে উন্নীত হয় ১৯৯৬খ্রিষ্টাব্দে। এখন শিক্ষার্থীরা এইচএসসি স্তরে মানবিক, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অধ্যয়ন করতে পারছে। ডিগ্রি স্তরেও রয়েছে বিভিন্ন বিভাগ। কলেজটিতে বাংলা, ইংরেজি, অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস,দর্শন, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, গণিত এবং উদ্ভিদবিজ্ঞানসহ এগারোটি বিষয়ে অনার্স কোর্স চালূ আছে। কোর্স বৃদ্ধির প্রয়াস অব্যাহত আছে।  

কলেজের অগ্রযাত্রায় শিক্ষার্থীরা খুবই আন্তরিক। উচ্চশিক্ষিত, দক্ষ, প্রশিক্ষিত, শিক্ষকগণের আন্তরিক প্রয়াসে এবং শিক্ষার্থীদের মনোযোগী পাঠগ্রহণের জন্য কলেজের ফলাফল বেশ আশাব্যঞ্জক। কলেজের গভর্ণিংবডির সদস্যগণের দক্ষ পরিচালনায় কলেজটির শিক্ষার মান দিন দিন উন্নত হচ্ছে।

কলেজের কার্যক্রম গতিশীল করতে শিক্ষা প্রশাসন, শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়, অভিভাবকসহ এলাকাবাসীর উদার সহায়তা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা। আমরা আশাবাদী সবার আন্তরিক কর্মতৎপরতা ও সহযোগিতায় মাহিগঞ্জ কলেজ আদর্শ কলেজ হিসেবে শ্রেষ্ঠত্বের সুবাস বিলাতে থাকবে।

কলেজ ফেসবুক পেজ

জরুরী হটলাইন সমূহ :

***মাহিগঞ্জ কলেজ, রংপুর-এ চলতি সেশনে ১১ বিষয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি চলছে ***        যোগাযোগ : ***মেইল : mahigonjcollege@gmail.com***   ***মোবাইল : 01718212515***