About

কালের আবর্তে রংপুর শহর ধীরে ধীরে মাহিগঞ্জের অদুরে পশ্চিম দিকে বর্ধিত হলেও এখনও এটি উত্তরাঞ্চলের একটি অর্থনৈতিক ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এলাকা। এখানেই ১৯৭০ সালে স্থানীয় কিছু বিদ্যানুরাগী ব্যক্তি নির্মান করেন এই মহাবিদ্যালয়। এলাকার নামানুসারে এর নামকরণ করা হয় মাহিগঞ্জ কলেজ।

প্রথম স্থাপনা যা এখনও সংরক্ষন এবং ব্যবহৃত হচ্ছে মাহিগঞ্জ কলেজের ঐতিহ্যের সাক্ষী হিসেবে।

তিনতলা ভবন এবং বিজ্ঞান ভবন একত্রে আজও ‍কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে।

প্রশাসনিক ভবন। এ ভবনটিতে নীচতলায় অধ্যক্ষ মহোদয়ের কাযালয়, উপাধক্ষ মহোদয়ের কক্ষ, কলেজ অফিস এবং দোতলায় আছে কলেজ লাইব্রেরী।

কলেজ মসজিদ। শিক্ষা প্রতিস্ঠানের দৈনন্দিন কাজের পাশাপাশি এখানেই ছাত্র, শিক্ষক এবং এলাকাবাসী নামাজ আদায় করে থাকেন।

ভবন নং ৩ । এ ভবনের প্রতিটি ক্লাসরুমই ডিজিটাল ক্লাসরুম। এ ভবনই অবস্থিত আমাদের সুসজ্জিত একটি কম্পউটার ল্যাব। এবং পাঁচতলায় আছে একটি অত্যাধুনিক অডিটোরিয়াম।

ভবন নং ৪। এখানে প্রতিটি শ্রেণীকক্ষই ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করা হয়।

রাতের বেলা কলেজের মূল গেইটের সৌন্দয।