মাহিগঞ্জ রংপুরের আদি শহর। ইতিহাসবেত্তাগণের মতে মাহিগঞ্জ ছিল প্রাচীন রংপুরের অর্থনীতির কেন্দ্র বিন্দু। এখানেই ১৯৭০ সালে স্থানীয় কিছু বিদ্যানুরাগী ব্যক্তি প্রতিষ্ঠা করেন এই কলেজ। এলাকার নামানুসারে এর নামকরণ করা হয় মাহিগঞ্জ কলেজ। সবুজ শ্যামল এক মনোরম পরিবেশে কলেজটি শুরু থেকেই মানসম্মত উচ্চ শিক্ষা বিস্তারে অসাধারণ অবদান রেখে চলেছে। শুধু মনোরম পরিবেশই নয় কলেজটির আছে উন্নত ও সুবিশাল অবকাঠামো, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলী। তাঁদের নিরলস পরিশ্রম ও জ্ঞাননির্ভর পাঠদান প্রক্রিয়া কলেজের উচ্চমাধ্যমিক, স্নাতকসহ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে সহায়ক ভুমিকা রাখছে। বর্তমানে উচ্চমাধ্যমিক, স্নাতক ও ১১ টি বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদান প্রক্রিয়া অব্যাহত আছে। বর্তমানে এখানে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন উচ্চ মাধ্যমিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় স্নাতক (সম্মান) ও স্নাতককোত্তর শ্রেণির পরীক্ষাকেন্দ্র চালু আছে। শিক্ষার্থীদের জন্য এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে উন্নত ও সমৃদ্ধ লাইব্রেরি এবং ১১ টি সেমিনার কক্ষ। এই কলেজে দুইটি সমৃদ্ধ কম্পিউটার ল্যাব রয়েছে এবং বেশি সংখ্যক কক্ষে প্রজেক্টর দ্বারা ক্লাসের ব্যবস্থা রয়েছে। এখানে শ্রেণি কক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। কলেজের শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষ বদ্ধপরিকর। সম্পূর্ণ কলেজ ক্যাম্পাস সিসি ক্যামেরা দ্বারা সুনিয়ন্ত্রিত হওয়ায় এই প্রতিষ্ঠানটি নিরাপত্তার চাদরে আবৃত। সকল শিক্ষক-কর্মচারীর জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতির ব্যবস্থা আছে। শিক্ষক ও গভর্ণিংবডির ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি উত্তরাঞ্চলে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছে।